News71.com
 Bangladesh
 08 Mar 16, 12:21 PM
 647           
 0
 08 Mar 16, 12:21 PM

আগামিকাল বুধবার জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল।।

আগামিকাল বুধবার জামায়াতের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল।।

নিউজ ডেস্ক : একাত্তরে মহান মুক্তি যুদ্ধকালীন সময়ে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মীর কাসেম আলীর মৃত্যুদণ্ড সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বহাল হওয়ার প্রতিবাদে আগামিকাল বুধবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী।

আজ মঙ্গলবার আপীল বিভাগের এ রায় ঘোষণার পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ এক বিবৃতিতে এ হরতালের ডাক দেন। বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, “সরকার ষড়যন্ত্র করে পরিকল্পিতভাবে জামায়াত নেতৃবৃন্দকে একের পর এক হত্যা করছে। সরকারি ষড়যন্ত্রের শিকার জনাব মীর কাসেম আলী।

বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেছেন সরকার মিথ্যা, বায়বীয় ও কাল্পনিক অভিযোগে জামায়াত নেতা  মীর কাসেম আলীর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করে নিজেদের দলীয় লোকদের দ্বারা আদালতে মিথ্যা সাক্ষ্য দেয়ানোর মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র করছে।

আমরা মীর কাসেম আলীকে হত্যার সরকারি ষড়যন্ত্রের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে ৯ মার্চ বুধবার সারা দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করছি।‘

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন