লোহাগড়া সংবাদদাতা: শর্তহীন ভাবে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে গতকাল নডাইল জেলার লোহাগড়া উপজেলার সকল এমপিও ভুক্ত স্কুল কলেজে ক্লাস বর্জ্ন করা হয়েছে। তারা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করে সকল শিক্ষা প্রতিষ্টানের শিক্ষক কর্মচারীরা আজ দুপুরে লোহাগড়া পাইলট স্কুলে সমবেত হয়। পরে সেখান থেকে বেলা ২টার দিকে সন্মিলিতভাবে বিক্ষোভ মিছিল করে উপজেলা শিক্ষা কর্মকর্তারার কাছে স্মারকলিপি পেশ করেন। পরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়। সমাবেশ থেকে জরুরী ভিত্তিতে শিক্ষকদের দাবী না মানলে আগামীকাল থেকে অনিদৃষ্ট কালের জন্য শিক্ষা প্রতিষ্টানে ধর্মঘটের হমকি দেওয়া হয়। সমাবেশ উপজেলার বিভিন্ন এলাকা থেকে শিক্ষক নেতৃবন্দ ব্ক্তব্য পেশ করেন।