News71.com
 Bangladesh
 19 Jan 16, 03:02 AM
 1077           
 0
 19 Jan 16, 03:02 AM

বিসিএসে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা পুন:বহালের দাবী।। মানববন্ধন

বিসিএসে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য কোটা পুন:বহালের দাবী।। মানববন্ধন

নিউজ ডেস্ক : বিসিএস পরীক্ষায় পুনরায় মুক্তিযোদ্ধা কোটা চালুর দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধা সনতানেরা ।দাবী আদায়ের লক্ষ্যে আজ মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনের বলা হয় বিসিএস পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বন্ধ হয়ে গেলে মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে রাষ্ট্র চিন্তা করা ছেড়ে দেবে। ফলে আমলাতান্ত্রিক জটিলতার কারণে অনেক সময় মুক্তিযোদ্ধার সন্তানরা পরীক্ষায় পাস করলেও নিয়োগ পায় না।
মুক্তিযোদ্ধা মহাজোট সন্তান ও প্রজন্ম মহাজোট তাই সার্বিক বিষয় বিবেচনা করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট মুক্তিযোদ্ধা কোটা শিথিল না করে বিশেষ বিসিএস পরীক্ষার মাধ্যমে শূন্যপদ পূরণের আবেদন জানান তারা। সংগঠনের সভাপতি মো. বেলায়েত হোসেনের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন- সংগঠনের মহাসচিব শেখ রাসেদুল হাসান হীরা, সাংগঠনিক সম্পাদক মো. শহীদ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন