News71.com
 Bangladesh
 20 Jan 16, 12:00 PM
 1195           
 0
 20 Jan 16, 12:00 PM

আজ শহীদ আসাদ দিবস।। প্রধানমন্ত্রীর বানী....

আজ শহীদ আসাদ দিবস।। প্রধানমন্ত্রীর বানী....

পলাশ সরকার II  আজ ২০ জানুয়ারী শহীদ আসাদ দিবস। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পাকিস্তানি পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। মেধাবী ছাত্রনেতা আসাদের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ায় সেদিন উত্তাল হয়েছিল ঢাকা সহ গোটা দেশ। ফলে বাঙালীর মুক্তির আন্দোলন নতুন এক মাত্রা পায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শহীদ আসাদ দিবস উপলক্ষে বানী দিয়েছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বানীতে শহীদ আসাদসহ আত্মেৎসর্গকারী সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে বলেছেন, ‘বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে ২০ জানুয়ারি একটি তাৎপর্যপূর্ণ দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করে।

প্রধানমন্ত্রী তার বাণীতে বলেছেন, পাকিস্তানি শাসকদের বৈষম্যমূলক আচরণ এবং দমন-পীড়নে বাংলার মানুষ যখন দিশেহারা, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ছয়-দফা তখন বাঙালির মুক্তির দিশারি হিসেবে আবির্ভূত হয়। শেখ হাসিনা বলেন, ছয়-দফার স্বপক্ষে প্রবল জনমতের জোয়ার দেখে আতঙ্কিত হয়ে বঙ্গবন্ধুর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়। যা আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সমধিক পরিচিত। ষড়যন্ত্র মুলক মামলায় বঙ্গবন্ধুকে গ্রেফতার করায় বাঙালি জাতির স্বাধীনতা আন্দোলন নতুন মাত্রা পায়। বঙ্গবন্ধু নিপীড়িত ও নির্যাতিত বাঙালির মুক্তির মূর্ত প্রতীকে পরিণত হন।

উল্লেখ্য সে সময় আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিব পাকিস্তানের কারাগারে বন্দি ছিলেন। তাকে মুক্ত করার জন্য তখন আন্দোল তুঙ্গে। শহীদ আসাদের মৃত্যু সে সময় আগুনে ঘি দেওয়ার মত আন্দোলনকে চাঙ্গা করে তোলে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন