নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সিলেট যাচ্ছেন।এ সফরকালে শেখ হাসিনা বর্তমান সরকারের গৃহিত ১২ টি উন্নয়ন প্রকল্পের উদ্ভোধন করবেন। এবং বিকেলে সহানীয় আওয়ামীলিগ আয়োজিত জনসভায় দিবেন। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সিলেটে এখন সাজ সাজ রব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সিলেট সফরকালে তামাবিল স্থলবন্দর, আঞ্চলিক পাসপোর্ট অফিস সহ ১২টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর এটা শেখ হাসিনার ২য় সিলেট সফর । যদিও প্রধানমন্ত্রীর সিলেট সফরের ঠিক পূর্ব মুহূর্তে ছাত্রলীগের আভ্যন্তরিন কোন্দল চরমে। গত পরশু এ কোন্দলের জের ধরে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লোক প্রশাসনের মেধাবী ছাত্র কাজী হাবিব মারা গেছে। বিষয়টি সিলেট আওয়ামীলিগ সহ সকলকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে গোটা সিলেটে এখন সাজ সাজ রব।গোটা শহর ভরে গেছে পোষ্টার, ব্যানার, ফেস্টুন ও তোরণে। এ যেন এক নতুন সিলেট। শহরের অলি গলি সব যায়গাকে ঢেলে সাজানো হয়েছে। জনসভাকে সফল করার জন্য ও ব্যাপক জনসমাগম ঘটানোর জন্যও আওয়ামীলিগ নানা পরিকল্পনা গ্রহন করেছে। সিলেট জেলা ও নগর আওয়ামীলিগ নেতাদের সাথে কথা বলে জানাগেছে আগামীকালের জনসভায় রেকর্ড সংখ্যক লোক হাজিরের ব্যাপারে তারা শতভাগ আশাবাদী ।