খুলনা-পাইকগাছাগামী একটি যাত্রীবাহী বাস খাদে:আহত ৩০জন
ডুমুরিয়া (খুলন)সংবাদদাতা: আজ বুধবার দুপুরে খুলনা সাতক্ষীরা মহাসডকে এক মর্মান্তিকে সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছে। এদের মধ্যে ৪ জনের অবস্হা আশংকাজনক । পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর সোয়া ১টায় খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলা সদর সংলগ্ন এম. এ. লতিফ ফিলিং ষ্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে যাত্রীবাহী বাস খুলনা ব- ৬৯৪ এর ইস্টিয়ারিং হুইল ভেঙ্গে উল্টে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন বাসযাত্রী।দুর্ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিস - সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্হলে গিয়ে আহতদের উদ্ধার করে। আহতদের মধ্যে ১০ জনকে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে যার মধ্যে ৪ জনের অবস্হা আশংকাজনক । অন্যরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। বাসের চালক পালিয়ে গেছে। এরির্পোট লেখা পর্যন্ত তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি।