News71.com
 Bangladesh
 20 Jan 16, 07:02 AM
 1208           
 0
 20 Jan 16, 07:02 AM

দেশে আবার শৈত প্রবাহের সম্ভবনা।।

দেশে আবার শৈত প্রবাহের সম্ভবনা।।

নিউজ ডেস্ক : গত ২ দিন ধরে উওরবঙ্গে সুর্যের দেখা মেলেনি। শীতের তীব্রতাও বেশী। তার উপর আজ সকালে রাজশাহী সহ আশপাশের জেলা গুলোতো বেশ বৃষ্টিপাত হয়েছে। নতুন করে শৈত প্রবাহের সম্ভবনা দেখা দিয়েছে।

রাজধানি ঢাকার আবহাওয়াও আজ একটু অন্যরকম। ভোরের ঢাকা ছিল কুয়াশার চাদরে ঢাকা। বেলা বাড়তে কুয়াশা একটু কমলেও সকাল থেকে সুর্যের দেখা মেলেনি । শীতের অনুভুতির ছিল অন্য দিনগুলোর তুলনায় একটু বেশী তার উপর বিকেলে বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত।

সব মিলিয়ে আবহাওয়ায় একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে । আজ থেকে শীত আবার জাকিয়ে বসবে বলে বিশেষজ্ঞরা ধারনা করছেন। এদিকে ঘন কুয়াশার কারনে জানযট কিছুটা বাড়বে বলে ধারনা করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন