News71.com
 Bangladesh
 21 Jan 16, 12:12 PM
 1199           
 0
 21 Jan 16, 12:12 PM

পাবনায় কৃষক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

পাবনায় কৃষক নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক :পাবনার আটঘরিয়া উপজেলা কৃষক ও ক্ষেত মজুর সমিতির সহ সভাপতি আব্দুর রশিদ (৩৫) কে কুপিয়ে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার রাত ৯ টার দিকে নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ একদন্ত ইউনিয়নের মৃত বাহাদুর প্রামানিকের ছেলে।

পুলিশ ঘটনার সত্যতা স্বীকার করেছে।

পাবনা জেলা ওয়াকার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন দাবী করেছেন গত কয়েকদিন ধরে চরমপন্থিরা বিভিন্ন ভাবে আব্দুর রশিদকে হত্যার হুমকী দিয়ে আসছিল। এরই জের ধরে আজ রাত ৯ টার দিকে পূর্ব পরিকলপিত ভাবে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা রশিদের উপর অতর্কিত ভাবে উপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গুলি করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

এ ঘটনায় ওই গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে। এই এলাকাটি চরমপন্থি অধ্যুষিত এলাকা বলে পরিচিত। প্রায়ই এই এলাকায় এধরনের ঘটনা ঘটে। মূলত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে কেউ কোন কথা বলতে পারে না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন