নিউজ ডেস্ক : আজ সকাল থেকে রাজধানির কল্যানপুরের পোড়া বস্তি উচ্ছেদকে কেন্দ্র করে উত্তেজনা চলছে। পুলিশ ও ম্যাজিস্টেটের উপস্হিতিতে এ উদ্ধার অভিযান শুরু হলে বস্তিবাসীরা বাঁধা সৃষ্টি করে। এক পরযায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। সকাল থেকে উচ্ছেদ নিয়ে সরব হয় গনমাধ্যম গুলো। বিষয়টি আনা হয় উচ্চ আদালতের নোটিশে। শেষ মেষ হাইকোর্ট উচ্ছেদ অভিযানের বিরুদ্ধ ৩ মাসের স্হগিতাদেশ দিয়েছে। কিন্ত আদেশ না পৌঁছানোর কারনে উচ্ছেদ অভিযান বন্ধ করছে না দায়িত্ব প্রাপ্ত ম্যাজিস্টেট। আদালতের হস্তক্ষেপে উচছেদ অভিযান থামার আগে ইতিমধ্যেই গৃহহারা হচ্ছেন অনেক বস্তিবাসী। এই হাড় কাপালো শীতে তাদের পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে হবে বলে news71 কে জানান তারা ।