নাটোর সংবাদদাতা : বুধবার রাতে ঘুমন্ত অবস্হায় এক গৃহবধুকে গলাকেটে হত্যা করা হয়েছে।ঘটনাটি ঘটেছে নাটোরের বড়াইগ্রামে। চম্পা বেগম নামের এই গৃহবধূকে গলাকেটে হত্যা করা হয়েছে। এ ঘটনার পর থেকে ওই গৃহবধূর স্বামী ,শ্বশুর-শাশুড়ি পলাতক রয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার তেলো গ্রামের সহানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে আসে এবং চম্পার শশুরবাডী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।বড়াইগ্রাম থানার ওসি ঘটনা নিশ্চিত করে জানান বুধবার রাতের কোনো এক সময়ে চম্পাকে গলা কেটে হত্যা করা হয়।