ডুমুরিয়া সংবাদদাতা: দেশব্যাপী মাদক বিরোধী অভিযান ও প্রচারনা মাস ২০১৬ উপলক্ষে গতকাল খুলনার জেলার ডুমুরিয়া থানা সদরে অবস্হিত ডুমুরিয়া মহাবিদ্যালয় এক বর্নাঢ্য শোভাযাত্রা বের করে। ডুমুরিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিসেস হোসনেয়ারার নেতৃত্বে ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণে র্যালিটি ডুমুরিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে সংহতি প্রকাশ করে অংশ নেন ডুমুরিয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা, থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ।