সিরাজগঞ্জ সংবাদদাতা: জেলার শাহজাদপুরে পুলিশের কাছ থেকে আসামী পালানোর ঘটনায় ৩ কনস্টেবলকে ক্লোজড করা হয়েছে। জানাগেছে গত মঙ্গলবার রাতে উপজেলার কৈজুরী গ্রামের চুরির মামলার আসামী আন্তজেলা চোর দলের সদস্য ভুট্ট মিয়াকে অভিযান চালিয়ে পুলিশ আটক করে।
এসময় আটক কৃত আসামীকে পুলিশ কনষ্টেবল এনামুল হক, গনেশ চন্দ্র এবং রবিউল ইসলামের হেফাজতে রাখা হয়। এসয় ধূর্ত চোর ভুট্ট মিয়া কৌশলে পুলিশের চোখে ধুলা দিয়ে পালিয়ে যায়। রিপোর্ট লেখা পর্যন্ত পলাতক ভুট্টকে ধরার জন্য বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও পাওয়া যায়নি।
এদিকে পুলিশ সদস্যদের হাত থেকে আসামী পালানোর এই ঘটনায় বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্তে প্রাথমিক ভাবে দায়িত্য অবহেলার অভিযোগ এনে ঘটনায় সংশ্লিষ্ট ৩ কনস্টেবলকে গতকাল বৃহস্পতিবার রাতে ক্লোজড করে।