আজ শুক্রবার সন্ধ্যা ৭ টায় বেকার ডিপ্লোমা নার্সেস এ্যাসোসিয়েশন তাদের চাকুরির সুযোগ সৃষ্টি করে সরকারের কাছে বেকারত্ব দূর করার আহবান জানিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান ধর্মঘট করে। সন্ধ্যার একটু আগ থেকে তারা রাজধানী শহরের বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে ব্যানারসহ এসে প্রেস ক্লাবের মুল ফটকের সামনের রাস্তায় অবস্থান নিতে থাকে। তারপর তারা তাদের চাকুরির দাবি জানিয়ে সমস্বরে স্লোগান দিতে দিতে ফুটপাতে অবস্থান নিয়ে বসে পড়ে । একে একে তখন তাদের বিভিন্ন নেতৃবৃন্দ বেকার নার্সদের দুঃখ- দুর্দশা ও নানাবিধ দৈন্যতার কথা সরকারকে জানিয়ে তদের দাবি পুরনের আহ্বান জানান