নওগাঁ সংবাদদাতা : নওগাঁর সাপাহার উপজেলার পাতারী ইউনিয়নের আদাতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে জয়নাল হোসেন (৩০) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত জয়নাল সাপাহার উপজেলার দক্ষিণ পাতারী গ্রামের সোহরাব হোসেনের ছেলে। আজ শনিবার ভোর রাতে এ ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে।
এলাকাবাসী সুত্রে জানা যায় আজ আজ ভোরে ৩০/৪০ জনের একদল গরু ব্যবসায়ী আদাতলা সীমান্ত এলাকা দিয়ে চোরাইভাবে গরু আনতে ভারতে প্রবেশ করে। সীমানায় পাহারারত বিএসএফ সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদেরকে ধাওয়া করে। এসময় গরু ব্যবসায়ীরাও বিএসএফকে পাল্টা আক্রমণ করলে বিএসএফ গুলি চালায়। এতে গরু ব্যবসায়ী জয়নাল হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেরই মারা যায়। এ আলোচনার জন্য বাংলাদেশের ১৪ বর্ডার গার্ড ব্যটালিয়ন (বিজিবি)আদাতলা সীমান্তে একটি পতাকা বৈঠকের আহ্বান করে বিএসএফকে চিঠি দিয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের লাশ ফেরত পায়নি বিজিবি।