News71.com
 Bangladesh
 24 Jan 16, 03:50 AM
 1137           
 0
 24 Jan 16, 03:50 AM

খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহীতার কিছু নেই: খন্দকার মাহবুব হোসেন।

খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহীতার কিছু নেই: খন্দকার মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বক্তব্যে রাষ্ট্রদ্রোহের কিছু নেই বলে উল্লেখ করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমতি দেওয়ার প্রেক্ষিতে আজ তিনি এসব কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, ‘মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের বিষয়ে সঠিক কোন তথ্য নেই। বেগম খালেদা জিয়া গত ২১ ডিসেম্বর শহীদদের সঠিক তথ্য থাকার বিষয়ে যা বলেছেন তাতে কোন ভাবেই রাষ্ট্রদ্রোহ হয়নি।’
খন্দকার মাহবুব মনে করেন ফৌজদারি দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় রাষ্ট্রদ্রোহের যে সংজ্ঞার কথা বলা হয়েছে তার বক্তব্য এ সংজ্ঞার আওতায় পড়ে না।" বিএনপি ক্ষমতায় এলে মুক্তিযুদ্ধে শহীদদের বিষয়ে সঠিক তথ্য নিশ্চিত করা হবে উল্লেখ করে এ বিষয়টিকে আগামী নিবার্চনী বিএনপির নির্বাচনী ইশতেহারে অন্তরভূক্ত করার কথাও বলেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন