News71.com
 Bangladesh
 24 Jan 16, 09:06 AM
 1165           
 0
 24 Jan 16, 09:06 AM

খুলনায় ভাঙন রোধে ৩৫ কিলমিটার রাস্তায় বন সৃজনের উদ্যোগ

খুলনায় ভাঙন রোধে ৩৫ কিলমিটার রাস্তায় বন সৃজনের উদ্যোগ

সৌভিক বসু শুভ: খুলনারজেলার তিন উপজেলায় ৩৫ কিলোমিটার বনায়নের উদ্দোগ নিয়েছে সামাজিক বন বিভাগ। জেলার ডুমুরিয়া, দাকোপ ও বটিয়াঘাটা উপজেলায় এ বনসৃজন করা হবে। পরিবেশের ভারসাম্য রক্ষা, সড়কের মাটি ভাঙন রোধ, ঝড় জলোচ্ছ্বাসসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রকৃতিকে রক্ষার উদ্দেশ্যে সারাদেশে এ সামাজিক বন সৃজন কর্মসূচি হাতে নিয়েছে সরকার। আগামী জুন মাসের মধ্যে এ কর্মসূচি বাস্তবায়নের করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজ শুরু করেনি। বিরূপ আবহাওয়ার কারণে কাজ শুরু করা যাচ্ছে না বলে জানিয়েছে তারা ।

উল্লেখ্য ৩৫ কিলোমিটারের মধ্যে ডুমুরিয়ার খর্ণিয়া উপজেলায় সড়কের পাশ দিয়ে প্রায় ২২ কিলোমিটার জুড়ে রোপণ করা হবে এসব চারা। এছাড়া বটিয়াঘাটার সুরখালী ইউনিয়নে ৬ কিলোমিটার ও দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের ৭কিলোমিটার এ বনায়নের আওতায় আনা হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন