নিউজ ডেস্ক : বরিশালে একটি গির্জার জমিতে আদালত ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সংখ্যালঘু সংগঠন। ধর্মীয় প্রতিষ্ঠানের এ জমি রক্ষার জন্য প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন এসব সংগঠনের নেতারা। গত শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এই আগ্রাসনের বিরুদ্ধে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন, জাতীয় চার্চ পরিষদ, বাংলাদেশ ব্যাপটিস্ট চার্চ সংঘ, ন্যাশনাল খ্রিষ্টিয়ান ফেলোশিপ অব বাংলাদেশ এবং বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সন্মেলনে সভাপতিত্ব করেন চার্চ অব বাংলাদেশের সমন্বয়ক পল শিশির সরকার। উল্লেখ্য গত ১২ জানুয়ারি আইনমন্ত্রী আনিসুল হক বরিশাল জেলা জজ আদালত চত্বরের একটি জমিতে মুখ্য মহানগর হাকিম আদালতের ১১তলা ভবন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। খ্রিষ্টান সম্প্রদায়ের দাবি, ওই সম্পত্তি সেন্ট পিটার চার্চের। এখানে প্রায় ৫২ শতাংশ জমির একটি পুকুর ছিল। গত বছরের শুরুতে পুকুরটি ভরাট করে জেলা আইনজীবী সমিতি। সেখানে আইনজীবী সমিতি এখন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশনের মহাসচিব নির্মল রোজারিও।