নিউজ ডেস্ক : রাজধানির অদূরে আশুলিয়ার জিরাবো ফুলতলা এলাকায় গত তিন আগে সাত বছরের দুই শিশু নিখোঁজের ঘটনা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। নিঁখোজ শিশুর নাম আরফাউল ও ইমন । এরির্পোট লেখা পর্যন্ত অনেক খোঁজা খুজি করেও শিশু দুটির কোন সন্ধান না পাওয়ায় অপরহনের আশংকা করছে শিশু দুটির পরিবার। অন্যদিকে অপরহরন না নিখোঁজ এ নিয়ে দ্বিধা দন্দে রয়েছে পুলিশ।
জানাগেছে গত বৃহস্পতিবার বিকেল বাড়ির পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় আরফাউল ও ইমন।এর পর থেকে অনেক খোঁজাখুজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছে না শিশু দুটোর। এ ব্যাপারে আশুলিয়া থানায় একটি মিসিং ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিখোঁজ শিশু আরফাউল জিরাবো ফুলতলা এলাকার হোসেন ব্যাপারীর বাড়ির ভাড়াটিয়া চাঁন মিয়ার ছেলে,ও শিশু ইমন একই এলাকার শরিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া আয়ুব আলীর ছেলে। শিশুদুটি জামগড়া মডেল একাডেমিতে প্রথম শ্রেনীর ছাত্র । শিশু দুটিকে উদ্ধারে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন পুলিশ।