News71.com
 Bangladesh
 25 Jan 16, 05:10 AM
 1159           
 0
 25 Jan 16, 05:10 AM

গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই শ্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসকড়ক অবরোধ।।

গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই শ্লোগানে ঢাকা চট্টগ্রাম মহাসকড়ক অবরোধ।।

নিউজ ডেস্ক : "গ্যাস নাই গ্যাস চাই, রান্না করে খেতে চাই।" শ্লোগানে ঢাকা -চট্টগ্রাম মহাসডক অবরোধ করা হয়েছে। বাসাবাড়িতে চরম গ্যাস সঙ্কটের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোড এলাকায় এ অবরোধ করেছেন এলাকাবাসী। অবরোধের কারনে মহাসড়কে সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজটের। জানা গেছে গত এক মাস ধরে নারায়ণগঞ্জের শহর জুড়ে গ্যাস সঙ্কট চলছে। সকাল ৬টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস থাকে না এই অঞ্চলে। মানুষকে শীতের রাত জেগেই সব রান্নার কাজ সারতে হচ্ছিল। তবে গত ২২ জানুয়ারি থেকে এখন পর্যন্ত একটানা গ্যাস বন্ধ রয়েছে । তাই অনেকটা ক্ষিপ্ত হয়েই ঝাড়ু, জুতা ও লাঠি হাতে রাস্তায় নেমে পড়েছেন গৃহিণীসহ জনসাধারণ । আজ সকাল থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাস্তায় অবস্থান করছিল জনসাধারণ ।ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ রিংরোডের সংলগ্ন এলাকায় রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন