News71.com
 Bangladesh
 25 Jan 16, 08:04 AM
 1476           
 0
 25 Jan 16, 08:04 AM

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করলেন ডুমুরিয়ায় শিক্ষা অফিসার

শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্টত্ব অর্জন করলেন ডুমুরিয়ায় শিক্ষা অফিসার

এম এ এরশাদ, ডুমুরিয়া (খুলনা) বাংলাদেশে প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় এ বছর শ্রেষ্ঠত্বের মুকুট পেতে যাচ্ছেন খুলনার ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলাম। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রশাসন শমস উদ্দিন আহমদের গত ২০ জানুয়ারী তার স্বাক্ষরিত এক চিঠিতে এ খবর নিশ্চিত করেছেন। ওই চিঠিতে বলা হয়েছে, আগামী মাসের ৩ ফের্রুয়ারী সকাল ১১ টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিজেই উপস্থিত থেকে দেশের প্রাথমিক শিক্ষা ক্ষেত্রের রাষ্ট্রিয় সর্বচ্ছ পদক প্রদান করবেন । ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুল ইসলামকে এর আগেও উপজেলা পর্যায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ভাল ফলাফলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে একাধিকবার পদক পান। এছাড়াও প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে অবদানের জন্য এ কর্মকর্তা ৫ বার বিভাগীয় পর্যায় শ্রেষ্ঠত্ব অর্জন করেন।

জানা গেছে কর্মক্ষেত্রে সুনাম অর্জনকারী ডুমুরিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ অহিদুর ইসলাম শিক্ষাজীবনে পঞ্চম শ্রেণী থেকে এম এ পর্যন্ত বৃত্তি প্রাপ্ত। ১৯৯৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রী লাভ করেন এবং ২০০৫ সালে তিনি সরাসরি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদে যোগদান করেন। গত ১২ বছর তার চাকুরী জীবনে বর্তমান খুলনার ডুমুরিয়া উপজেলাসহ তিনি ৭টি উপজেলায় সততা ও নিষ্টার সাথে দ্বয়িত্ব পালন করছেন। এ কর্মকর্তার বাড়ি খুলনা বিভাগের বাগেরহাট জেলার মোরলগঞ্জ উপজেলায়। তিনি মৃত মুনসুর আলী হাওলাদারের ছেলে। গুণী এ শিক্ষা অফিসার আক্ষেপ করে বলেন, আজ আমার মা-বাবা বেঁচে থাকলে তারা তাদের সন্তানের এ শ্রেষ্ঠত্বের মুকুটটি দেখে আনন্দ পেতেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন