সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে কুড়িগ্রামের নাগেশ্বরী জামতলা এলাকায় নাইটকোচ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। আজ সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- জাহাঙ্গীর আলম (৪৫) তার শিশু পুত্র জীম ইসলাম (১০) ও মিল্লাত হোসেন (৮)।
অপরদিকে জেলার উত্তর ব্যাপারীহাট কদমতলা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় নুরজাহান বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়। নাগেশ্বরীতে একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃর্ত্যুর ঘটনায় বিক্ষুব্ধ লোকজন দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পুলিশ ঘাতক বাসটিকে আটক করাহয়েছে।