নিউজ ডেস্ক : নতুন প্রযুক্তি আত্মস্থ করে মানুষের সেবায় ব্রতী হতে মেডিকেল শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আজ কিশোরগঞ্জ সার্কিট হাউজে ‘আবদুল হামিদ মেডিকেল কলেজ’ এর শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি এ কথা বলেন। মত বিনিময়ের সময় রাষ্ট্রপতি বাংলাদেশের সাধারণ মানুষের কথা চিন্তা করে মেডিকেল শিক্ষার্থীদের শিক্ষা জীবন শেষে সেবার মনোভাব নিয়ে কর্মজীবনে প্রবেশের আহ্বান জানান।
উল্লেখ্য এর আগে আবদুল হামিদ কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের নির্মানাধীন ভবন পরিদর্শন করেন ও কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ-খবর নেন তিনি। এসময় তিনি উপস্থিত আইনজীবী ও সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বিকেলে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে দু’দিনের কিশোরগঞ্জ সফর শেষ করে ঢাকা ফেরেন ।