News71.com
 Bangladesh
 25 Jan 16, 10:22 AM
 1273           
 0
 25 Jan 16, 10:22 AM

রাজধানিতে কানাডার কফিশপ ‘সেকেন্ড কাপ’ উদ্বোধন করলেন কানাডার হাই কমিশনার

রাজধানিতে কানাডার কফিশপ ‘সেকেন্ড কাপ’ উদ্বোধন করলেন কানাডার হাই কমিশনার

নিউজ ডেস্ক : সোমবার বনানীর কামাল আতাতুর্ক এ্যাভিনিউতে সেকেন্ড কাপ নামে একটি কফিশপ উদ্বোধন করা হয়েছে। ঢাকায় নিযুক্ত কানাডার হাই কমিশনার বেনিয়ট পেরিম লারমি এ কফি শপের উদ্বোধন করেছেন। খুব দ্রুত রাজধানির উত্তরা, গুলশান ও ধানমন্ডিতে এর আরও কয়েকটি শাখা চালু হবে বলে জানিয়েছন উদ্যোগতারা।

শরীর ও মনকে চাঙ্গা করতে বাংলাদেশিরা চাতে অভ্যস্ত হলেও বর্তমানে কফিও বেশ জনপ্রিয় হয়ে উঠছে।রাজধানি ঢাকার গন্ডি পেরিয়ে এখন মফস্বল শহর এলাকায়ও দিনে দিনে চালু হচ্ছে নতুন নতুন কফিশপ। কফির জন্য বাংলাদেশ এখন সম্ভাবনাময় একটা জায়গা হয়ে উঠেছে।দিনে দিনে কফির বাজার আরও সমৃদ্ধ হচ্ছে বাংলাদেশে। এখন মানুষ কফির ভিন্ন ভিন্ন ফ্লেভার ও স্বাদের কফির প্রতি আগ্রহী হচ্ছে। মানুষের মাঝে জনপ্রিয় হয়ে উঠছে কফি।”

কফি শপটিতে বাড়তি সুবিধা হিসাবে থাকছে ওয়াই-ফাই জোন, বইপ্রেমীদের জন্য রিডিং কর্নার। এছাড়া সুপার সেভার মিড ডে মিল ও স্টুডেন্ট মিল নামের দুটি অফারও চালু করেছে সেকেন্ড কাপ কফি। সেকেন্ড কাপ কফি বাংলাদেশের সিইও ফ্রেড জুসটেন জানান কফির জগতে প্রকৃত কফির স্বাদ দিতে তারা কাজ করছেন। উল্লেখ্য ১৯৭৫ সালে যাত্রা শুরু করা সেকেন্ড কাপ কফির বর্তমানে কানাডায় জুড়ে ৩৪৫টি কফি শপ রয়েছে । এছাড়া বিশ্বের ৩০টি দেশে তাদের শাখা রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন