নিউজ ডেস্ক : ঠান্ডাজনিত রোগ নিউমোনিয়ায় ভুগে শুধুমাত্র কক্সবাজারে মারা গেছেন ২০ টি শিশু। অসুস্থ অবসথায় আছেন আরও কয়েকশ। তারা বিভিন্ন হাসপাতালের চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি জানা জানি হওয়ায় সমগ্র অনচলে আতংক ছড়িয়েছে।