News71.com
 Bangladesh
 01 May 16, 10:00 AM
 546           
 0
 01 May 16, 10:00 AM

শ্রমিকদের এজেন্ট বা প্রতিনিধি হয়ে কাজ করেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

শ্রমিকদের এজেন্ট বা প্রতিনিধি হয়ে কাজ করেছি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ মে দিবসের সভায় বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের বেতন বাড়ানোয় স্বপ্রণোদিত হয়ে নিজের উদ্যোগের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক শ্রমিক অধিকার দিবসে আজ রোববার বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন তিনি।

শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরার ১ পর্যায়ে শেখ হাসিনা তৈরি পোশাক কর্মীদের ন্যূনতম বেতন ৫ হাজার টাকা নির্ধারণের কথা বলেন।তখন তিনি বলেন শ্রমিকদের জন্য বারগেইনিং এজেন্ট বলতে আমিই ছিলাম। শ্রমিকরা কিন্তু আমার কাছে দাবি নিয়ে আসেনি। আমি মালিকদের সঙ্গে কথা বলে করে দিয়েছি। বেতনটা বৃদ্ধি করি ।কথা রাখার জন্য পোশাক শিল্প মালিকদেরও ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন