News71.com
 Bangladesh
 05 May 18, 11:07 AM
 1495           
 0
 05 May 18, 11:07 AM

পীরগঞ্জ থেকে ৪৮ বছর পর মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিত্র বাহিনীর ট্যাংক উদ্ধার।।

পীরগঞ্জ থেকে ৪৮ বছর পর মুক্তিযুদ্ধে ব্যবহৃত মিত্র বাহিনীর ট্যাংক উদ্ধার।।

 

নিউজ ডেস্কঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে মুক্তিযুদ্ধে ব্যবহৃত একটি পরিত্যক্ত ট্যাংক উদ্ধার করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষের নেতৃত্বে টুকুরিয়া ইউনিয়নের কাঁচদহ ওয়াজেদ মিয়া সেতু সংলগ্ন করতোয়া নদীতে ড্রেজার মেশিনের সাহায্যে প্রায় ১৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে গতকাল শুক্রবার গভীর রাতে ট্যাংকটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ট্যাংকটি দেখার জন্য সকাল থেকে লাখো মানুষ ভিড় করে নদীর তীরে।

পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সাত্তার মণ্ডল জানান,১৯৭১ সালে মুক্তিযুদ্ধে মিত্র বাহিনীর একটি ট্যাংক বহর করতোয়া নদী পার হওয়ার সময় একটি ট্যাংক চোরাবালিতে আটকা পড়ে। ভারতীয় মিত্র বাহিনী আটকে পড়া ট্যাংকটি উদ্ধারে ব্যর্থ হয়ে পরিত্যক্ত ঘোষণা করে ফেলে যায়। সম্প্রতি বালুর নিচে থাকা ট্যাংকের অস্তিত্ব খুঁজে পায় নদী থেকে বালু তোলা একদল শ্রমিক। এক পর্যায়ে সংবাদ পেয়ে গত ২৭ এপ্রিল রংপুর জেলা প্রশাসক এনামুল হাবীব ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা প্রশাসনকে নদী থেকে ট্যাংকটি উদ্ধারের নির্দেশ দেন। এরই সূত্র ধরে দীর্ঘ ৪৮ বছর পর যুদ্ধট্যাংকটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হলো।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন