নিউজ ডেস্ক : আগামীকাল একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । চট্টগ্রাম সফরকালে প্রধানমন্ত্রী চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অধীনে বাস্তবায়নাধীন এসব প্রকল্পের মধ্যে এলিভেটেড এক্সপ্রেস ওয়ের ভিত্তি প্রস্তর স্থাপন সহ আরও পাঁচটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
চট্টগ্রামের অক্সিজেন-কুয়াইশ সড়কের (বঙ্গবন্ধু এভিনিউ) শেষ প্রান্তে এক অনুষ্ঠানে একযোগে এসব প্রকল্প উদ্বোধন করা হবে।
প্রধানমন্ত্রীর সফর ও কার্যসূচি সম্পর্কে সংশ্লিষ্ট সকলকে অবহিত করার লক্ষে চট্টগ্রাম উন্নয়ন কতৃপক্ষ সিডিএ স্থানীয় একটি হোটেলে সংবাদ সন্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এসব প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানান সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম। তিনি বলেন, প্রায় পাঁচ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প চট্টগ্রামের ইতিহাসে এই প্রথম। সিডিএ’র ইতিহাসে বিরল ঘটনা।
উল্লেখ্য “২০০৮ সালের জাতীয় নির্বাচনের প্রাক্কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন দেশসেবার সুযোগ পেলে চট্টগ্রামের উন্নয়ন তিনি নিজে করবেন। প্রধানমন্ত্রী চট্টগ্রামের ব্যাপারে খুব দুর্বল, তাই বারবার তিনি চট্টগ্রামের জন্য উপহার নিয়ে আসেন।” বৃহস্পতিবার নগরীর ও আর নিজাম সড়কের একটি হোটেলে সিডিএ চেয়ারম্যান আয়োজিত সংবাদ সন্মেলনে এসব বিষয় তুলে ধরা হয়।