নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রলীগ নেতা শাহীন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন।বৃহস্পতিবার দিনগত গভীর রাতে উখিয়া সদর স্টেশনের জামান হোটলের সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বৃহস্পতিবার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় এলাকার কথিত সরকারি দলের নেতা সন্ত্রাসী জাহাঙ্গীর ও তার অস্ত্রধারীদের এলোপাতাড়ি ছুরির আঘাতে রাজাপালং ইউনিয়নের ফলিয়াপাড়া গ্রামের কালু হাজীর পুত্র কলেজ ছাত্র শাহিন (২২) গুরুতর আহত হয়। আহত শাহিনকে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়।