নিউজ ডেস্ক : ৪ কোটি ৬৫ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলাধীন মেঘনা নদীতে অভিযান চালিয়ে গতকাল একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে এসকল মালামাল উদ্ধার করে। এ ঘটনায় ট্রলারের চালকসহ মোট ৪ জনকে আটক করা হয়েছে।
জানাগেছে গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোর সাড়ে ৫ টার দিকে কোস্টগার্ড মেঘনা নদীর গজারিয়া অংশের চর কিশোরগঞ্জ মোহনায় অভিযান চালায়। এসময় একটি ইঞ্জিন চালিত ট্রলার থেকে ৫৮টি বস্তায় থাকা প্রায় ৪ কোটি ৬৫ লাখ মিটার আমদানি নিষিদ্ধ কারেন্ট জাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত জালের বাজার মূল্য প্রায় ১০০ কোটি টাকা। এ সময় ট্রলারের চালকসহ ট্রলারে থাকা তিনজন আটক করা হয়। আটককৃতরা হলেন,আলমগীর মিয়া(৬০),শুক্কুর আহমেদ (২৬),আলমগীর হোসেন(২৫)।
দুপুরে কোষ্টগার্ড , প্রসাশন ও মৎসবিভাগের উপস্হিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক জালগুলো পুড়িয়ে নষ্ট করা হয়। আটকদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবা বিলকিস।