সিলেট সংবাদদাতা : ৩০ মামলার পলাতক আসামি সিলেট মহানগর শিবির সভাপতি শাহরিয়ার আলম শিপারকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ শুক্রবার দুপুরে নগরীর শাহী ঈদগাহ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শিপারের বিরুদ্ধে নাশকতা ও পুলিশ আক্রান্তের ঘটনাসহ অন্তত ৩০টি মামলা রয়েছে। এর মধ্যে ১৮টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।