নিউজ ডেস্ক : আজ শুক্রবার সকাল ১১টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কুমারভোগ পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রর সামনের রাস্তায় এক সড়ক দুর্ঘটনায় রিয়া বেগম নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়ক অবরোধ করেছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লৌহজং থানার ওসি মোল্লা জাকির হোসেন জনতাকে জনতাকে ধাওয়া করেন। এতে উত্তেজিত জনতা ওসিকে লাঠিসোঁটা দিয়ে ধাওয়া করে ও লাঞ্ছিত করে। পরিস্থিতি বেগতিক দেখে ওসি দ্রুত স্থান ত্যাগ করেন।
ঘটনার বিবরণে জানা যায়, নিহত রিমা বেগম একটি রিকশায় করে পদ্মা সেতু পুনর্বাসন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় পুনর্বাসন কেন্দ্রের সামনের রাস্তায় ঢাকাগামী একটি বাস পিছন থেকে রিকশাটিকে চাপা দিলে রিকশা আরোহী রিমা বেগম ছিটকে বাসের নিচে পড়ে। এতে ঘটনাস্থলেই সে মারা যান। নিহত রিয়া বেগম কুমারভোগ গ্রামের কুয়েতপ্রবাসী আব্দুর রাজ্জাকের স্ত্রী।