News71.com
 Bangladesh
 17 Aug 18, 02:21 PM
 186           
 0
 17 Aug 18, 02:21 PM

খানজাহান বিমানবন্দরের জন্য আরও ৫২৯ একর জমির দখল হস্তান্তর।।

খানজাহান বিমানবন্দরের জন্য আরও ৫২৯ একর জমির দখল হস্তান্তর।।


নিউজ ডেস্কঃ বাগেরহাটে নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের জন্য নতুন করে অধিগ্রহণকৃত আরও ৫২৯ একর জমির দখল বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে হস্তান্তর ও জমির মালিকদের ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়েছে। আজ শুক্রবার দুপুরে রামপাল উপজেলার ফয়লায় খানজাহান আলী বিমানবন্দর এলাকায় বাগেরহাটের জেলা প্রশাসন আনুষ্ঠানিকভাবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে নতুন করে অধিগ্রহণকৃত এসব জমির দখল হস্তান্তর করেন।

নির্মাণাধীন খানজাহান আলী বিমানবন্দরের জন্য নতুন অধিগ্রহণকৃত জমির দখল হস্তান্তর ও জমির ক্ষতিগ্রস্থ মালিকদের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক। বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার হাবিবুন নাহার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) অতিরিক্ত সচিব মো. হেমায়েত হোসেন, পরিচালক (প্রশাসন) যুগ্ম সচিব মো. সাইফুল ইসলাম, বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, খানজাহান আলী বিমানবন্দর প্রকল্প পরিচালক মো. শহীদুল আফরোজ প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন