নিউজ ডেস্ক : ঢাকার জিরাবো এলাকার নিখোজ হওয়া দুই শিশুর গলা কাটা লাশ উদ্ধার হয়েছে । পার্শ্ববর্তী টাঙ্গাইলের মির্জাপুর থেকে মিলেছে গতকাল। গত ৪দিন আগে এরা একসাথে নিঁখোজ হয়েছিল ।
নিহতরা হলো দেলোয়ার হোসেনের ছেলে শাকিল মিয়া ও আবু বক্করের ছেলে ইমরান হোসেন। উভয়ই স্থানীয় এক স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শুক্রবার সন্ধ্যার পর মির্জাপুর উপজেলার ময়ুরভাঙা এলাকার একটি লেবু বাগানে দুটি শিশুর লাশ দেখে পুলিশে খবর দেয়া হয়। অপহরণের পর মুক্তিপণ না পেয়ে এই দুই শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।