News71.com
 Bangladesh
 30 Jan 16, 11:38 AM
 1033           
 0
 30 Jan 16, 11:38 AM

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকারের সংঘর্ষ : ১০ জন গুরুতর আহত।। তীব্র জানযট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-প্রাইভেটকারের সংঘর্ষ : ১০ জন গুরুতর আহত।। তীব্র জানযট

নিউজ ডেস্ক : ঢাকা - চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। তাদের বিভিন্ন হাসপাতাল ভর্তি করা হয়েছে। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার কারনে যান চলাচল বন্ধ হয়েগেছে। উভয় পাশে ২০ কিলোমিটারের ও অধিক এলাকা নিয়ে তীব্র জানযটের সৃষ্টি হয়েছে।

জানাযায় দুর্ঘটনা কবলিত বাসটি রাস্তার মাঝের আইল্যান্ডে থাকা গাছের সাথে ধাক্কা খায়। এর ফলে গাছ ভেঁঙ্গে পড়ে অন্যপাশে ও যান চলাচল বন্ধ হয় যায়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি এয়ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকাল ৯টার দিকে ভিটিকান্দি বাস স্ট্যান্ড এলাকায় একটি থেমে থাকা প্রাইভেট কারকে (ঢাকা মেট্রো খ-১১-৪০৬৩) ঢাকাগামী শ্যামলী পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১১-৬৬৫১) একটি বাস ধাক্কা মেরে দূর্ঘটনার স্বীকার হয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে আইল্যান্ডের গাছের সাথে সজোরে ধাক্কা খেলে বাসটির সামনের অংশ দুমরে মুচড়ে যায়।

বাসের ধাক্কায় গাছটি মহাসড়কের অন্যপাশে গিয়ে পড়লে মহাসড়কের উভয়দিকে যান চলাচল বন্ধ হয় যায়। এ ঘটনায় প্রাইভেট কারের চালকসহ উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হন। এদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়দের সহয়তায় তাদের ঢাকায় এনে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশের তৎপরতায় গাছ কেটে রাস্তা পরিষ্কার করায় মহাসড়কের একপাশে যান চলাচল শুরু হয়েছে। তবে অন্য পাশ এখনো বন্ধ রয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন