News71.com
 Bangladesh
 13 May 16, 12:47 PM
 893           
 0
 13 May 16, 12:47 PM

বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’

নিউজ ডেস্কঃ ইংরেজি, জাপানি ও চীনা ভাষার পর এবার ফ্রেঞ্চ, জার্মান, আরবি এবং হিন্দি ভাষায় অনুদিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী । বাংলাদেশের আবির্ভাবের পটভূমি তৈরি করে দেয়া ভারত বিভাগ থেকে শুরু করে ৫০ ও ৬০ দশকের সূচনালগ্নে পাকিস্তানের রাজনীতির নানা রকম ঘটনা ও সেই সময়ের শাসকগোষ্ঠীর কূটচালের বস্তুনিষ্ঠ যে ইতিহাস বঙ্গবন্ধু রচনা করে গেছেন তার সহজ ভাষা ও অলংকার বর্জিত বর্ণনার মধ্য দিয়ে তা এখন বিভিন্ন ভাষায় অনুদিত হচ্ছে।

২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা ৪টি খাতা আকস্মিকভাবে তার মেয়ে শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল, এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন। কিন্তু শেষ করতে পারেননি। জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাকে সব সময় তাড়া করে ফিরেছে। রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং কিছুটা লিখেছেনও। এই বইটি তার স্বাক্ষর বহন করছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন