News71.com
 Bangladesh
 13 May 16, 03:17 PM
 507           
 0
 13 May 16, 03:17 PM

মিয়ানমারের ৫৫ নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি।।

মিয়ানমারের ৫৫ নাগরিককে স্বদেশে ফেরত পাঠালো বিজিবি।।

নিউজ ডেস্কঃ কক্সবাজারের ঘুমধুম সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে আটক ৫৫ মিয়ানমার নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তা দিয়ে আজ দুপুরে তাদের ফেরত পাঠানো হয়।

এর আগে উখিয়ার পার্শ্ববতী ঘুমধুম ইউনিয়নের তুমব্রু ও ঘুমধুম বিওপি সদস্যরা শুক্রবার সকালে অভিযান চালিয়ে এসব মিয়ানমার নাগরিককে আটক করেন। এছাড়া, তুমব্রু বিওপির সদস্যরা অভিযান চালিয়ে ৯৫ বোতল বিদেশি মদ জব্দ করেছে।

কক্সবাজার ১৭ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, মিয়ানমার সীমান্তের বেতবুনিয়া বাজার ও পশ্চিমকূল এলাকায় বিজিবির সদস্যরা টহলদানকালে ৫৫ জন রোহিঙ্গাকে আটক করেন। আটকদের মাঝে ৩৫ জন পুরুষ ২০ জন নারী ছিলেন। আটকদের মানবিক সেবা দিয়ে দুপুরে আবারো স্বদেশে ফেরত পাঠানো হয়েছে। চলিত মাসে এ পর্যন্ত ৩৫৫ জন মিয়ানমার নাগরিককে (রোহিঙ্গা) সীমান্ত অতিক্রমের সময় আটক করে স্বদেশে ফেরত পাঠানো হয় বলে উল্লেখ করেন তিনি।

অপরদিকে, ভোরে তুমব্রু বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মো. সিরাজুল ইসলামের নেতৃত্বে টহল দল পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাজুবুনিয়া এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় ৯৫ বোতল কান্ট্রিড্রাইজিন মদ জব্দ করে। জব্দ করা মাদকের আনুমানিক বাজার মূল্য দেড় লাখ টাকা। এসব মাদক ব্যাটালিয়ন সদর দফতরে জমা রাখা হয়েছে বলে উল্লেখ করেন লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন