News71.com
 Bangladesh
 15 May 16, 10:39 AM
 610           
 0
 15 May 16, 10:39 AM

ফরিদপুরে চলছে প্রভু জগদ্বন্ধু সুন্দর উৎসব

ফরিদপুরে চলছে প্রভু জগদ্বন্ধু সুন্দর উৎসব

নিউজ ডেস্কঃ শ্রী শ্রী প্রভু জগদ্বন্ধু সুন্দরের ১৪৬তম আবির্ভাব দিবস উপলক্ষে ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনে নয় দিনব্যাপী মহানাম যজ্ঞানুষ্ঠান শুরু হয়েছে। গত শনিবার বিকেল থেকে এ অনুষ্ঠান শুরু হয়। মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী শ্রীমদ্ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের সূচনা করেন।প্রভুর আবির্ভাব স্মরণে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উৎসব উপলক্ষে শ্রীঅঙ্গন সংলগ্ন মহিম ইনস্টিটিউশন মাঠে পক্ষকালব্যাপী গ্রামীণ মেলা বসেছে।

নয় দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- মহানাম মহাকীর্তন, প্রভুর স্মরণে ধর্মীয় আলোচনা, অষ্টকালীন লীলা কীর্তন, প্রভু জগদ্বন্ধু সুন্দরের ফুলদোল, কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, জলকেলী ও মহোৎসব।

গতকাল শনিবার দুপুরে শ্রীঅঙ্গনের অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রভুর অনুসারী মহানাম সম্প্রদায়ের সাধারণ সম্পাদক শ্রীমৎ বন্ধু সেবক ব্রহ্মচারী লিখিত বক্তব্যে উৎসবের বিভিন্ন দিক তুলে ধরেন।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মহানাম সম্প্রদায়ের সভাপতি শ্রীমৎ কান্তি বন্ধু ব্রহ্মচারী, সহ-সভাপতি শ্রীমৎ হরিপ্রিয় ব্রহ্মচারী, শ্রীমৎ সন্তবন্ধু ব্রহ্মচারী, নারায়ন চন্দ্র দাস, শ্রীমৎ বিজ্ঞান বন্ধু ব্রক্ষচারী, সুবল চন্দ্র সাহা, সুকেশ সাহা প্রমুখ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন