News71.com
 Bangladesh
 21 May 16, 10:21 PM
 480           
 0
 21 May 16, 10:21 PM

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জর্ডানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ...

বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে জর্ডানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ...

নিউজ ডেস্কঃ বাংলাদেশে সফররত জর্ডানের পররাষ্ট্র সচিব মোহাম্মাদ টাইসির বানি ইয়াসিন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষৎকালে জর্ডানের পররাষ্ট্র সচিব বলেন, দ্বিপাক্ষিক এবং আন্তর্জাতিক পরিসরে বহুপাক্ষিক ক্ষেত্রে দুই দেশের এক সঙ্গে কাজ করার অনেক সুযোগ রয়েছে এবং তা কাজে লাগিয়ে দুদেশের জনগণই উপকৃত হতে পারে।


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দু’দেশের স্বার্থ-সংশ্লিষ্ট ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোকপাত করেন। তাছাড়া দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে নিয়মিত বৈঠক, ঢাকা-আম্মান রুটে সরাসরি বিমান চলাচল, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জর্ডানে বাংলাদেশের শ্রমবাজার সম্প্রসারণের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।


এসময় জর্ডান পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এশিয়া ও ওশানিয়া) ড. আদেল আদেইলে, জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পশ্চিম ও মধ্য এশিয়া) উপস্থিত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন