News71.com
 Bangladesh
 21 May 16, 11:58 PM
 470           
 0
 21 May 16, 11:58 PM

পবিত্র শবেবরাত উপলক্ষে দেয়া বানীতে ইসলামের চেতনাকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী........

পবিত্র শবেবরাত উপলক্ষে দেয়া বানীতে ইসলামের চেতনাকে সমাজের সর্বস্তরে প্রতিষ্ঠার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী........

নিউজ ডেস্কঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল প্রকার ধর্মান্ধতা ও কূপমন্ডুকতা পরিহার করে শান্তির ধর্ম ইসলামের চেতনাকে ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনের সকল স্তরে প্রতিষ্ঠাসহ পবিত্র শবেবরাতের মাহাত্ম্যে উদ্বুদ্ধ হয়ে মানব কল্যাণ ও দেশগড়ার কাজে আত্মনিয়োগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন ।

প্রধানমন্ত্রী পবিত্র শবেবরাত উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে এ আহবান জানান। এ উপলক্ষে তিনি বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক মোবারকবাদ জানান।বাণীতে শেখ হাসিনা বলেন, ‘সৌভাগ্যের এই রজনী মানব জাতির জন্য বয়ে আনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত ও বরকত। এই রাতে তিনি ক্ষমা এবং প্রার্থনা পূরণের অনুপম মহিমা প্রদর্শন করেন।রহমতের এই রাত আমাদের জন্য শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের বার্তা বয়ে আনুক’–এ কামনা করে তিনি মহান আল্লাহতায়ালার কাছে সকলের হেফাজত কামনা করেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন