নিউজ ডেস্কঃ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আমরা নতুন প্রযুক্তি তৈরি করবো। যা দিয়ে আমাদের দেশের সমস্যা আমরা সমাধান করবো। আমরা প্রযুক্তি আমদানি করবো না, বরং আমাদের আবিষ্কৃত প্রযুক্তি ব্যবহার করে আমরা উন্নতি করবো ।
আজ রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণ-২০১৬ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী আরও বলেন, গবেষণা দিয়ে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা পূরণ করবো। এক্ষেত্রে দেশের শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।নুরুল ইসলাম নাহিদ বলেন, শিক্ষাক্ষেত্রে অনেক ত্রুটি আছে। তা সত্ত্বেও আমরা অনেক এগিয়ে গেছি। নতুন শিক্ষানীতি বাস্তবায়নের মাধ্যমে এ খাতে আরও উন্নয়ন সম্ভব হবে ।