News71.com
 Bangladesh
 22 May 16, 11:10 PM
 468           
 0
 22 May 16, 11:10 PM

আজ পবিত্র শব-ই বরাত, সৌভাগ্য রজনী....

আজ পবিত্র শব-ই বরাত, সৌভাগ্য রজনী....

নিউজ ডেস্ক : আজ পবিত্র শব-ই বরাত বা সৌভাগ্য রজনী। ধর্মপ্রান মুসলমানরা ইবাদাত বন্দেগীর মাধ্যম পার করবেন মহিমান্বিত রজনী। নিজের গুনাহ মাফের পাশাপাশি মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মহান আল্লাহর দরবারে মোনাজাত করার পরামর্শ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। নফল নামাজ, জিকির-আজকার, পবিত্র কোরআন তিলাওয়াত করার কথাও বলেছেন তারা।

মুসলিম বিশ্বে মহিমান্বিত এক রজনী শবে বরাত। বলা হয়, এ রাতে মহানস্রষ্টার কাছে যা চাওয়া হয় তাই পাওয়া যায়। এজন্য এ রাতকে ভাগ্য রজনী বলেও মনে করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র হাদিসেও এর উল্লেখ পাওয়া যায়।

ইবনে মাযাহ শরিফে বলা আছে, ‘মহান আল্লাহ পাক মধ্য শাবানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন’। তাই এ রাত ইবাদত বন্দেগী, জিকির আজগারের মধ্যেমে পার করা উচিত।

হালুয়া রুটিতে ব্যস্ত না থেকে নফল ইবাদাত করার দিকে বেশি নজর দিতে বলেছেন আলেমরা। পবিত্র এ রজনীতে পটকা ফুটানো আতশবাজি না করারও আহ্বান জানিয়েছেন আলেমরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন