News71.com
 Bangladesh
 24 May 16, 12:19 PM
 478           
 0
 24 May 16, 12:19 PM

বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা একরামের মৃত্যু....

বুয়েট উপাচার্য অধ্যাপক খালেদা একরামের মৃত্যু....

নিউজ ডেস্কঃ আজ মঙ্গলবার (২৪ মে), ২০১৬ ইং সকাল ০৯:১২ মিনিটে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম মৃত্যুবরণ করেন।ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় সোমবার রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে থাইল্যান্ডে বাংলাদেশ রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম জানান। তিনি বলেন, “নন হজকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন অধ্যাপক খালেদা একরাম।

উল্লেখ্য, গত দশ দিন ধরে অধ্যাপক খালেদা একরাম ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। খালেদা একরামকে গত ১৩ মে রাতে চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৭ মে থেকে দেওয়া হয় লাইফ সাপোর্টে। বুয়েট উপাচার্যের মৃত্যুতে পৃথক বার্তায় গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা। অধ্যাপক খালেদা একরাম ২০১৪ সালের ১১ সেপ্টেম্বর থেকে স্থাপত্য বিভাগে বুয়েটের উপাচার্য হিসেবে দায়িত্বরত ছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন