News71.com
 Bangladesh
 24 May 16, 12:52 PM
 494           
 0
 24 May 16, 12:52 PM

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের ৬৪ প্রার্থীকে ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা ।।

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের ৬৪ প্রার্থীকে ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা ।।

 নিউজ ডেস্কঃ ইউনিয়ন পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে কিশোরগঞ্জের পাকুন্দিয়া ও হোসেনপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৪ জন প্রার্থীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে সোমবার গভীর রাত পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এসময় প্রার্থীদের কাছ থেকে মোট ৩ লাখ ১৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।

পাকুন্দিয়া উপজেলার নারান্দি, চরফরাদি, সুখিয়া, চন্ডিপাশা, এগারসিন্দুর ও জাঙ্গালিয়া ইউনিয়নের ৬১ জন প্রার্থীর প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট তিন লক্ষ ৫ হাজার টাকা এবং হোসেনপুর উপজেলার জিনারি ইউনিয়নের ৩জন চেয়ারম্যান প্রার্থীর প্রত্যেককে ৪ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা প্রদানকারী ৬৪ জন প্রার্থীর মধ্যে ২১ জন চেয়ারম্যান, ৩৬ জন সাধারণ সদস্য ও ৭ জন সংরক্ষিত আসনের সদস্য পদপ্রার্থী রয়েছেন। উল্লেখ্য, ২১ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ৬ জন, বিএনপির ৩ জন, জাতীয় পার্টির ৩ জন ও ৯ জন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন