News71.com
 Bangladesh
 24 May 16, 01:43 PM
 439           
 0
 24 May 16, 01:43 PM

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভবনা.

আগামী ২৪ ঘন্টার পূর্বাভাস : দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভবনা.

নিউজ ডেস্কঃ রাজশাহী, রংপুর, সিলেট, চট্টগ্রাম, ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে ধারনা করছেন আবহাওয়া অধিদপ্তর।

আজ মঙ্গলবার (২৪মে) সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘন্টার পূর্বাভাসে তারা এ কথা জানান ।

বর্তমানে রাজশাহী ও ঈশ্বরদী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং আগামী ৭২ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

আবহাওয়া দৃশ্যপটের সংক্ষিপ্তসারে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন