News71.com
 Bangladesh
 25 May 16, 10:26 AM
 485           
 0
 25 May 16, 10:26 AM

বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানালেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়ার আহবান জানালেন সেনাপ্রধান

নিউজ ডেস্কঃ আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থান সমুন্নত রেখে সামনে এগিয়ে যাওয়ার জন্য কমিশনপ্রাপ্ত নবীন ক্যাডেটদের প্রতি আহবান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক ।

আজ সকালে ভাটিয়ারির বাংলাদেশ মিলিটারি একাডেমিতে ৭৪তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, বর্তমান বিশ্বে বাংলাদেশ একটি প্রতিশ্রুতিশীল, উন্নয়নকামী ও শান্তিপ্রিয় দেশ হিসেবে পরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে আমাদের দেশ বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইতিমধ্যে বিভিন্ন আন্তর্জাতিক ও আঞ্চলিক ফোরামে আমাদের সেনাবাহিনী নিজেকে মর্যাদার আসনে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। নবীন ক্যাডেটদের এ অবস্থান সমুন্নত রেখে আরও সামনে এগিয়ে যেতে হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন