News71.com
 Bangladesh
 25 May 16, 02:19 PM
 470           
 1
 25 May 16, 02:19 PM

নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষনা বিএনপির....

নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জনের ঘোষনা বিএনপির....

নিউজ ডেস্ক : নোয়াখালী পৌরসভা নির্বাচন বর্জন করেছে বিএনপি। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র হারুনুর রশিদ। শহরের রশিদ কলোনিতে অবস্থিত জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানের বাসভবনে এই সংবাদ সম্মেলন হয়।

সংবাদ সন্মেলনে অন্যান্যের মধ্যে বিএনপি নেতা এ বি এম জাকারিয়া, আবদুর রহমান ছাড়াও পৌরসভার নয়টি ওয়ার্ডের বিএনপির কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। বিএনপির প্রার্থী হারুনুর রশিদ অভিযোগ করেন, সকালে ভোট গ্রহণ শুরুর আগেই প্রায় প্রতিটি কেন্দ্রের বাইরে বহিরাগত সন্ত্রাসীরা অবস্থান নেয়। তারা বিশেষ স্টিকারযুক্ত ব্যক্তি ছাড়া অন্য কাউকে ভোটকেন্দ্রের আশপাশে ঘেঁষতে দেয়নি। এ কারণে বেশির ভাগ সাধারণ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

হারুনুর রশিদের ভাষ্য, অন্তত ১৫টি কেন্দ্রে বিএনপির কোনো এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। সরকারি দলের লোকজন প্রায় প্রতিটি ভোটকেন্দ্র দখল করে নিয়েছে। এ কাজে প্রশাসনের কর্মকর্তারা সহায়তা করেছেন।

জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা সুব্রত কুমার দে বলেন, বিএনপির প্রার্থীর অভিযোগ ভিত্তিহীন। তাঁর এজেন্টরাই কেন্দ্রে আসেননি। বহিরাগত লোকজনের কেন্দ্র দখলের অভিযোগেরও সত্যতা মেলেনি। উল্লেখ্য দেশের নয়টি পৌরসভায় আজ ভোট হচ্ছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে একটানা বিবেল চারটা পর্যন্ত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন