News71.com
 Bangladesh
 25 May 16, 04:19 PM
 457           
 0
 25 May 16, 04:19 PM

রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে রাজশাহীতে মানববন্ধন

রমজানে দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখতে রাজশাহীতে মানববন্ধন

নিউজ ডেস্কঃ রাজশাহীতে আসন্ন রমজানের পবিত্রতা রক্ষা, আয়ের সঙ্গে সঙ্গতি রেখে দ্রব্যমূল্য স্থিতিশীল ও খাদ্যদ্রব্য ভেজাল মুক্ত রাখার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটি রাজশাহী মহানগর শাখার নেতারা ।

দুপুর ১২টার দিকে মহানগরীর সাহেববাজার জিরো পয়েন্টে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির রাজশাহী মহানগর শাখার সভাপতি জামাত খাঁনের সভাপতিত্বে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, বাংলাদেশ কনজুমার রাইটস সোসাইটির রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক আইয়ূব আলী তালুকদার, মানবাধিকার সংগঠন আইন সহায়তা কেন্দ্র (আসক)-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমানসহ সংগঠনটির অন্য নেতারা বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা রমজানের পবিত্রতা রক্ষায় মহানগরবাসীর আয়ের কথা বিবেচনা করে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নির্ধারণসহ তা ভেজাল মুক্তভাবে বাজারজাত করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন