News71.com
 Bangladesh
 25 May 16, 07:21 PM
 474           
 0
 25 May 16, 07:21 PM

হাটহাজারীতে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেওয়া ছাত্রনেতা রনির আপিল গ্রহন করে জামিন

হাটহাজারীতে মোবাইল কোর্ট বসিয়ে সাজা দেওয়া ছাত্রনেতা রনির আপিল গ্রহন করে জামিন

নিউজ ডেস্ক : চট্টগ্রামের হাটহাজারীর একটি ভোটকেন্দ্র থেকে অস্ত্রসহ গ্রেপ্তার হওয়ার পর ষড়যন্ত্র করে তাৎক্ষনিকভাবে ২ বছরের সাজাপ্রাপ্ত চট্টগ্রাম নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরুল আজিম রনি এ সাজার বিরুদ্ধে আপিল করে জামিন পেয়েছেন। আজ বুধবার বিকেলে ট্টগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. নূরুল হুদা আপিল আবেদন গ্রহন করে ছাত্রনেতা রনিকে জামিনের আদেশ দেন । তবে আদালত ছাত্রনেতা রনির সাজার বিরুদ্ধে আপিল গ্রহন করে জামিন দিলেও রনির বিরুদ্ধে পুলিশের দায়েরকরা অস্ত্র মামলায় জামিনের আবেদনের শুনানি শেষে না মনজুর করেন। ফলে এখনই ছাড়া পাচ্ছেন না ছাত্রনেতা রনি।

রনির আইনজীবী ও নগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইফতেখার সাইমুল চৌধুরী রনির জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ভ্রাম্যমাণ আদালতের দেওয়া কারাদণ্ডের বিরুদ্ধে আপিল আবেদন গ্রহণ করে আদালত জামিন দিয়েছেন। কিন্তু অস্ত্র মামলায় জামিনের আবেদনটি আদালত বিবেচনা করেননি। তাই আমরা এই মামলায় রনির জামিনের আবেদন করব হাইকোর্টে।

উল্লেখ্য গত ৭ মে চট্টগ্রামের হাটহাজারী উপজেলা মির্জাপুর ইউনিয়নের সাত নম্বর ভোটকেন্দ্র ছইল্যাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে নূরুল আজিম রনিকে (২৭) অস্ত্রসহ আটক করেন ভ্রাম্যমাণ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশিদ। কারাগারে যাওয়ার দুই দিন পর থেকে রনি হার্টের সমস্যায় অসুস্থ হয়ে বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন