News71.com
 Bangladesh
 26 May 16, 12:39 PM
 492           
 0
 26 May 16, 12:39 PM

একাদশ শ্রেণীতে অনলাইন-এসএমএসে ভর্তি প্রক্রিয়া শুরু

একাদশ শ্রেণীতে অনলাইন-এসএমএসে ভর্তি প্রক্রিয়া শুরু

নিউজ ডেস্কঃ সরকারি-বেসরকারি কলেজে উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) একাদশ শ্রেণিতে অনলাইন এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আজ সকাল ৯টা থেকে প্রার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বোর্ডের কলেজ পরিদর্শক ড. মো. আশফাকুস সালেহীন। তিনি জানান, শিক্ষার্থীরা মোবাইল ফোনে টেলিটক মোবাইলে এসএমএস এবং অনলাইনে ভর্তির আবেদন করছেন। সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত কোনো সমস্যা হয়নি।

অনলাইনে www.xiclassadmission.gov.bd ওয়েবসাইট এবং এসএমএস করে একজন শিক্ষার্থী সর্বোচ্চ ২০টি প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। তবে যেকোনো মাধ্যমে ১০টির বেশি আবেদন গ্রহণযোগ্য হবে না। অনলাইনে আবেদনে মাত্র ১৫০ টাকা ফি দিয়ে ১০টি কলেজে আবেদন করা গেলেও এসএমএসে প্রতি কলেজের জন্য ফি লাগবে ১২০ টাকা।

আগামী ৯ই জুন পর্যন্ত আবেদন করে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হবে ১৬ই জুন। ১৮ থেকে ২২ জুন পর্যন্ত আসনের বিপরীতে নির্বাচিত শিক্ষার্থী ভর্তি করা যাবে। আর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি চলবে ২৩-৩০ জুন পর্যন্ত। ২০১৫-২০১৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ১০ জুলাই।বিলম্ব ফি দিয়ে আগামী ১০-২০ জুলাই পর্যন্ত ভর্তি হওয়া যাবে।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (http://dhakaeducationboard.gov.bd/) ভর্তির নির্দেশিকা পাওয়া যাচ্ছে। আবেদনের ক্ষেত্রে বায়োমেট্রিক ভেরিফিকেশন সম্পন্ন সিম ব্যবহার করতে হবে বলে আগেই জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড।

গত বছর প্রথমবার অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরুতে ঝামেলা সৃষ্টি হয়। সে সময় ৫টি কলেজে ভর্তির অপশন দেওয়ার সুযোগ ছিল। এবার প্রথমে ১০টি ও পরবর্তীতে ২০ প্রতিষ্ঠানে পছন্দের সুযোগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

উল্লেখ্য, গত ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়, যাতে ১৬ লাখ ৪৫ হাজার ২০১ জন অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন ১৪ লাখ ৫২ হাজার ৬০৫ জন। পাসের হার ৮৮.২৯ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯ হাজার ৭৬১ শিক্ষার্থী। ফল প্রকাশের আগে ৯ মে সচিবালয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হয়।

নীতিমালা অনুযায়ী, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের এসএসসি উত্তীর্ণরাও ছাড়াও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১৩, ২০১৪, ২০১৫ ও ২০১৬ সালের পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য বলে বিবেচিত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন