News71.com
 Bangladesh
 26 May 16, 01:03 PM
 461           
 0
 26 May 16, 01:03 PM

খাগড়াছড়িতে সেনা প্রত্যাহারের প্রতিবাদে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।।

খাগড়াছড়িতে সেনা প্রত্যাহারের প্রতিবাদে চলছে সকাল-সন্ধ্যা হরতাল।।

নিউজ ডেস্কঃ পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাক্যাম্প প্রত্যাহারে প্রধানমন্ত্রীর ঘোষণার প্রতিবাদে ও ২০০১ সালের ভূমি আইন পুনর্বিবেচনার দাবিতে পার্বত্য নাগরিক পরিষদ ও পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের ডাকে খাগড়াছড়িসহ ৩ পার্বত্য জেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে । হরতালের কারণে আজ সকাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। হরতালের সমর্থনে কোনো ধরনের পিকেটিং চোখে না পড়লেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সর্তক অবস্থায় রয়েছেন।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ই মে রাজধানীর বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সের ভিত্তিফলক উন্মোচন অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনীর ৪ রিজিয়ন রেখে বাকি সেনাক্যাম্প পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে বলে ঘোষণা দেন। হরতাল আহ্বানকারী বাঙালি সংগঠনগুলোর অভিযোগ- পাহাড়ে অপহরণ, মুক্তিপণ, গুম, চাদাঁবাজি, খুন, ধর্ষণ, রাহাজানি এবং টোকেন বাণিজ্য এখন নিত্যদিনের ঘটনা। সেনাবাহিনী প্রত্যাহার করে নেওয়া হলে ৩ পার্বত্য জেলা সন্ত্রাসীদের স্বর্গরাজ্য ও নিরাপদ আস্তানায় পরিণত হবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন